IQNA

মালয়েশিয়ায় ইসলামী শিক্ষার আলোকে চতুর্থতম আন্তর্জাতিক সম্মেলন

20:29 - February 21, 2014
সংবাদ: 1377829
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার কালান্তান শহরে ৩০শে মে থেকে ২য় জুন পর্যন্ত ইসলামী শিক্ষার আলোকে ‘ইসলামী শিক্ষা প্রদানের পদ্ধতি: বর্তমান চ্যালেঞ্জ, নতুন পদ্ধতিসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শিরোনামে আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘PIMM’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক সেমিনার মালয়েশিয়ার মুসলিম বিজ্ঞ আলেম এসোসিয়েশন ও কেমব্রিজ ইসলামিক একাডেমীর উদ্যোগে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
এ সেমিনার ও প্রদর্শনীর মূল উদ্দেশ্য ইসলামি শিক্ষা প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, ইসলামি শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন কৌশল পর্যালোচনা করা, ইসলামি শিক্ষার মান উন্নতি করার ক্ষেত্রে বিভিন্ন মতামত বিনিময় এবং শিক্ষকদের মধ্যে সম্পর্কের উন্নতি সাধন।
‘ইসলামী শিক্ষা প্রদানের পদ্ধতি: বর্তমান চ্যালেঞ্জ, নতুন পদ্ধতিসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শিরোনামে আন্তর্জাতিক সেমিনার তিনটি ভাষায় যথাক্রমে ইংরেজি, মালয় এবং আরবি ভাষায় অনুষ্ঠিত হবে। সেমিনারে অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী মে মাসের ১৫ তারিখের মধ্যে নিজেদের লিখিত প্রবন্ধ সমূহ icied2014@gmail.com ঠিকানায় প্রেরণ করতে পারেন।
1377192

captcha