কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালির ‘বামাকো’ শহরের জামে মসজিদে মরক্কোর বাদশাহ মালেক মুহাম্মাদ শিশাম এবং মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকর কিটা গতকাল জুম্মার নামাজ আদায় করেছেন।
মরক্কোর বাদশাহ নামাজ শেষে প্রজাতন্ত্র মালির ধর্মীয় কর্তৃপক্ষের নিকটে বিভিন্ন মসজিদে উদ্দেশ্যে দশ হাজার পবিত্র কুরআন অনুদান করেছেন।
উক্ত পবিত্র কুরআন শরিফগুলো ‘মুহাম্মাদ সাদেস’ কুরআন প্রকাশনালয় থেকে প্রিন্ট করা হয়েছে এবং খুব শীঘ্রই মালির বিভিন্ন মসজিদে অনুদান কৃত কুরআন শরিফগুলো বিতরণ করা হবে।
মালিতে এই প্রথমবারের মত মসজিদের চাহিদা পুড়নের জন্য এত পরিমাণে কুরআন অনুদান করা হয়েছে।
1378166