আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার শিল্পী ‘মোহাম্মাদ মাহের হাজারী’ আট বছর অবিরাম পরিশ্রমের পরে পবিত্র কুরআনের সূচিকর্ম শেষ করেছেন।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৪৮ বছর বয়সী মোহাম্মাদ মাহের হাজারী দীর্ঘ আট বছর অবিরাম পরিশ্রমের শেষে পবিত্র কুরআন শরিফে সূচ এবং সোনার সুতা দিয়ে সূচিকর্ম শেষ করেছেন। সৌন্দর্যের দিক থেকে এ কোরআন শরিফটি অতুলনীয়।
তিনি জানিয়েছেন, পবিত্র কুরআনের সূচিকর্ম প্রথমে ছোট সূরা দিয়ে শুরু করেন এবং পরবর্তীতে ‘আল-ওয়াকিয়াহ’ সূরা সম্পন্ন করেন। এভাবেই তিনি সম্পূর্ণ কুরআনের সূচিকর্ম করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি বলেছেন, ১২ খণ্ড বিশিষ্ট এ কুরআন শরিফটির ওজন ২০০ কেজি এবং প্রতিটি খণ্ডে ২.৫ পারা করে রয়েছে।
1378294