কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন (আ.)-এর মাযার কমিটির সঙ্গে সম্পৃক্ত ‘নারী রক্ষণাবেক্ষণ কেন্দ্র ‘আল হুরা’র পক্ষ থেকে হযরত যায়নাব (সা. আ.)-এর খুতবার মুখস্থের আলোকে অন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৯ হাজার অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছে। বিদেশী অংশগ্রহণকারীরা নিজ দেশের নির্ধারিত কেন্দ্রে হযরত যায়নাব (সা. আ.)-এর খুতবার মুখস্থের আলোকে অন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
‘আল হুরা’ কেন্দ্রের প্রধান পর্যবেক্ষক সাইদ উদ্দিন হাশেমুল বানা জানিয়েছেন, উক্ত প্রতিযোগিতায় ইরান, জার্মান, বেলজিয়াম, কানাডা, সুইডেন, সিরিয়া, লেবানন ও সৌদি আরব সহকারে ইংল্যান্ডের চারটি শহরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছেন।
1379046