IQNA

হযরত ইমাম আলী (আ.) এর মাজারে আন্তর্জাতিক গ্রন্থমেলার উদ্বোধন

20:31 - March 08, 2014
সংবাদ: 1384472
সাংস্কৃতিক বিভাগ : গতকাল (৭ই মার্চ) ইরাকের নাজাফে আশরাফ শহরে অবস্থিত হযরত ইমাম আলী (আ.) এর মাজারে ষষ্ঠ আন্তর্জাতিক গ্রন্থমেলার উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা বারাসা’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : আরব ও অনারব ১০টি দেশের বিভিন্ন প্রকাশনী ও ধর্মীয় কেন্দ্রের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হল এ গ্রন্থমেলা। ইরাকের শিয়াদের ওয়াকফ বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নাজাফের প্রখ্যাত আলেম আল্লামা সৈয়দ বাহরুল উলুম, ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা কমিটির প্রধান ‘শেইখ জিয়াউদ্দীন যাইনুদ্দীন’, মেলা আয়োজনকারী পরিষদের প্রধান ‘আলী খুদাইর হিজ্জি’ এবং মাজার পরিচালনা পরিষদের সদস্য ‘আব্দুস সাহেব খাওয়াম’ উপস্থিত ছিলেন।
ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা কমিটির জনসংযোগ বিভাগের প্রধান ফায়েক আশ-শামারী বলেন : বিগত বছরগুলোর চেয়ে চলতি বছরের এ মেলায় অধিক সংখ্যক প্রকাশনী ও ইসলামি কেন্দ্র তাদের গ্রন্থাদি উপস্থাপন করছে।
তিনি বলেন : ইরাক, লেবানন, সিরিয়া, ইরান, জর্ডান, লিবিয়া, মরক্কো, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পারস্য উপসাগরীয় বেশ কয়েকটি দেশের ১৫৩টি প্রকাশনী এ মেলায় অংশগ্রহণ করছে।
তিনি বলেন : মেলা আগামী ১৪ই মার্চ নাগাদ অব্যাহত থাকবে এবং এতে ১ লক্ষ ৫০ হাজারেরও অধিক গ্রন্থ উপস্থাপিত হয়েছে।#1384268

captcha