IQNA

লন্ডনে ‘হযরত যায়নাব (আ.) ; মুসলিম নারীর আদর্শ’ শীর্ষক সভার আয়োজন

22:03 - March 09, 2014
সংবাদ: 1385033
সাংস্কৃতিক বিভাগ : ‘হযরত যায়নাব (আ.) ; মুসলিম নারীর আদর্শ’ শীর্ষক আলোচনা সভা আজ ৯ মার্চ হযরত যায়নাব (সা. আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে অবস্থিত ইসলামিক সেন্টার অব ব্রিটেন-এ অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামিক সেন্টার অব ব্রিটেনের জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মহিলাদের জন্য আয়োজিত এ আলোচনা সভা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সভা স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে এবং সন্ধ্যা ৬টা নাগাদ অব্যাহত থাকবে।
মুসলিম নারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভা বক্তব্য, কবিতা পরিবেশন, ইসলামি সঙ্গীত পরিবেশন ও বিশেষ প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকবে।#1384535

captcha