‘Codewit’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ইসলামী সংস্কৃতি, শান্তি সংলাপ এবং চলচ্চিত্র’ দিবস সর্বপ্রথম ২০১০ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোর বিশিষ্ট লেখক জাবেদ মুহাম্মাদ কর্তৃক পালিত হয়েছে।
১১ই সেপ্টেম্বরের বিপরীতে ১১ই মার্চে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইসলামি শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে ‘বিশ্ব ইসলামী সংস্কৃতি, শান্তি সংলাপ এবং চলচ্চিত্র দিবস’ পালিত হয়।
চলতি বছর ইসলামী শিল্প, সংলাপ, জ্ঞান, ইসলামী চলচ্চিত্র এবং বিভিন্ন ঘটনা বিশেষণের মাধ্যমে ইসলামকে চেনার উদ্দেশ্যে পাঞ্চতম বিশ্ব ইসলামী সংস্কৃতি দিবস পালিত হয়েছে।
1384286