IQNA

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘পবিত্র কুরআন’ শীর্ষ সেমিনার

20:02 - March 12, 2014
সংবাদ: 1386585
আন্তর্জাতিক বিভাগ: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে ১৬ই মে ‘পবিত্র কুরআন’ নামক বিশেষে সেমিনার অনুষ্ঠিত হবে।

‘cis.cam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সেমিনার পবিত্র কুরআনের বৈজ্ঞানিক দিকগুলো পর্যবেক্ষণের মাধ্যমে ঐতিহাসিক শিল্প, মধ্য প্রাচ্যের ঐতিহাসিক সংস্কৃতি এবং ভাষাবিদগণের ব্যবহারের উদ্দেশ্য অনুষ্ঠিত হবে।
‘পবিত্র কুরআন’ শীর্ষ সেমিনার মূল বিষয়বস্তু হিসেবে কেমব্রিজে পবিত্র কুরআনের প্রবর্তন, দামেস্ক থেকে কেমব্রিজে কুরআন সমূহ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত প্রাচীন কুরআন সমূহ বিবেচনা করা হয়েছে।
এ সেমিনার অংশগ্রহণকারীগণ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং উক্ত বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ইসলামিক পাণ্ডুলিপি গুল পরিদর্শন করবেন।
ওরিয়েন্টাল স্টাডিজ অনুষদ, আধ্যাত্মিক বিজ্ঞান স্কুল, হস্তলিখিত ইসলামী পাণ্ডুলিপি ফাউন্ডেশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ সেন্টার ও লাইব্রেরির উদ্যোগে ‘পবিত্র কুরআন’ শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হবে।
1386415

captcha