IQNA

ইংল্যান্ডে হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর শাহাদাত বার্ষিকী পালিত

12:06 - March 14, 2014
সংবাদ: 1386839
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৪ই মার্চে) ইংল্যান্ড ইসলামিক সেন্টারে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হবে। শোক অনুষ্ঠানে ফাতিমা জাহরা (সা. আ.) এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন ইংল্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আব্দুল হুসাইন মা’য়াযী এবং আহলে বায়েতের শানে মর্সিয়া পরিবেশন করবেন ‘হাজ্বী বাহজাদ মাওলায়ী’।
উক্ত শোকানুষ্ঠান ইংল্যান্ড ইসলামিক সেন্টার এবং  বানী হাশিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শোক মজলিশ শুরু হবে।
1386799

captcha