IQNA

দোহায় আন্তর্জাতিক সম্মেলন ‘ইসলামী আখলাক’ অনুষ্ঠিত

22:10 - March 15, 2014
সংবাদ: 1387412
আন্তর্জাতিক বিভাগ: কাতারের রাজধানী দোহার জার্জটাউন বিশ্ববিদ্যালয়ে ১৫ই মার্চে ‘ইসলামী আখলাক’ নামক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতার ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনস্থ ইসলামী আইন ও নৈতিকতা স্টাডি সেন্টারের পক্ষ থেকে ইসলামী আখলাকের আলোকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘সমসাময়িক দৃষ্টিতে বর্তমান বিশ্বে নৈতিকতা পরিবর্তন’ শিরোনামে উক্ত সম্মেলন দোহায় ১৫ই মার্চে শুরু হয়েছে এবং ১৬ই মার্চে শেষ হবে।
উক্ত সম্মেলনে পরিবেশ, মনোবিজ্ঞান, ইসলামে নারী-পুরুষের সম্পর্ক এবং উসুলে আখলাকের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে।
উক্ত সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি ইয়েমেনের সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী ‘তাওক্কোল কেরমান, ইউনোস্কোর মনোবিজ্ঞানী ‘মালেক বাদরী’ এবং ফিলিস্তিনই বংশোদ্ভূত জর্ডানের সাংবাদিক এবং আল জাজিরার সাবেক পরিচালক ‘ওদাহ খানফার’ মূল্যবান বক্তব্য রাখবেন।
1387137

captcha