‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সে ‘মুসলিমের সফর’ নামক ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে ‘কাবাঘরের চিত্র অংকন কর’ শিরোনামে বিশেষ চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং শিশুরা তৈল রং, পেন্সিল এবং কলম দিয়ে কাবাঘরের আকা ছবি সমূহ উক্ত ট্রাভেল এজেন্সিতে পাঠিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আগ্রহী শিশুরা কাবাঘরের আকা ছবি সমূহ ৭ম এপ্রিলের মধ্য ‘মুসলিমের সফর’ ট্রাভেল এজেন্সির ফেসবুকে প্রেরণ করতে পারবে। এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের ওমরা হজ্বে প্রেরণ করা হবে।
কাবাঘরের চিত্র অংকন প্রতিযোগিতার আয়োজক জানিয়েছেন: উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে প্রথম পাঁচ জনকে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে এবং বিচারক মণ্ডলী এ পাঁচ জনের মধ্যে একজনকে প্রথম হিসেবে বিবেচনা করবে।
এ প্রতিযোগিতায় যে প্রথম স্থানের অধিকারী হবে তাকে ১৫ দিনের জন্য ওমরা হজ্বে প্রেরণ করা হবে। এছাড়াও দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে উত্তীর্ণদের ইসলামী ভিডিও গেমস, ইসলামী প্রবন্ধ সমূহ এবং পবিত্র কুরআনের আলোকে বিভিন্ন গ্রন্থ সমূহ সহ অন্যান্য পুরস্কার অনুদান করা হবে।
1389292