‘UALR’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকারা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম ও খৃষ্টান স্টাডিজ বিভাগ থেকে ডিগ্রী ধারী এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক ‘জিবরাঈল সাইদ রেনল্ডস’ শীর্ষ সেমিনারে উপস্থিত থাকবেন।
উক্ত সেমিনারে পবিত্র কুরআন সম্পর্কে সাম্প্রতিক বৈজ্ঞানিক আলোচনা এবং এবং পবিত্র বাইবেল গ্রন্থের সঙ্গে পবিত্র কুরআনের মধ্যে যেসকল মিল রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নটরডেম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক ‘জিবরাঈল সাইদ রেনল্ডস’ বলেছেন: মুসলমানেরা পবিত্র কুরআনকে পূর্ণ আসমানি গ্রন্থ হিসেবে জানেন কিন্তু এ গ্রন্থ সম্পর্কে তাদের পরিপূর্ণ জ্ঞান নেই।
‘জিবরাঈল সাইদ’ এপর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেছেন। যারমধ্যে খ্রিস্টান ও ইসলাম ধর্মতত্ত্ব, পবিত্র ভূমি, পবিত্র কুরআন এবং এ গ্রন্থের সঙ্গে বাইবেলের সম্পর্ক অন্যতম। ইসলামী বিশ্বের বিভিন্ন শহরে তথা আঙ্কারা, কায়রো, জেরুজালেম, বৈরুত, দামেস্ক এবং তেহরান বক্তৃতা পেশ করেছেন।
1389574