IQNA

ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক গ্রন্থ মেলায় ইরানের উপস্থিত

22:46 - March 31, 2014
সংবাদ: 1390169
আন্তর্জাতিক বিভাগ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪২তম জাতীয় গ্রন্থ মেলা এবং ১২তম আন্তর্জাতিক গ্রন্থ মেলায় অংশগ্রহণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আন্তর্জাতিক গ্রন্থ মেলা থাইল্যান্ডের রাজকুমার সিরিন মাহা চাকারী ২৮শে এপ্রিল তথা শুক্রবারে উদ্বোধন করেছেন। উক্ত গ্রন্থ মেলা একাধারে ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক গ্রন্থ মেলায় থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার একশত চল্লিশটির অধিক গ্রন্থ উপস্থাপন করেছেন। উক্ত গ্রন্থ সমূহের মধ্যে ইসলামী দর্শন শাস্ত্র পরিচিত, ইসলামী ধর্মতত্ত্ব পরিচিতি এবং ইমাম রেজা (আ.)-এর শিক্ষা আন্তর্জাতিক গ্রন্থ মেলায় প্রথম বারের মত উপস্থাপন করা হয়েছে। এছাড়াও, থাইল্যান্ডে অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখার প্রতিনিধি চল্লিশটি গ্রন্থ উপস্থাপন করেছেন।
ব্যাংককে অনুষ্ঠিত এ গ্রন্থ মেলায় প্রায় ৫০০টি দেশী ও বিদেশী প্রকাশক অংশগ্রহন করেছে।
1389889

captcha