মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ গ্রন্থটি আজারবাইজানের ধর্মীয় প্রশাসন এবং ককেশাস ধর্মীয় মুসলিম বোর্ডের অনুমোদনে প্রিন্ট ও প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়াহাবী আন্দোলন’ গ্রন্থটি হাজ্বি ইউসুফ বাকির ওফ কর্তৃক অনুবাদ এবং ককেশীয় মুসলিম সংস্থার সহ পরিচালক হাজ্বি সুলাইমান মুসা ওফ কর্তৃক সম্পাদনা করা হয়েছে।
বলাবাহুল্য, এ গ্রন্থটি আজারবাইজানের বিভিন্ন মসজিদে বিতরণ করা হয়েছে।
1390541