IQNA

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ‘আল কুরআন’ নামক সেমিনার

22:56 - April 10, 2014
সংবাদ: 1392806
আন্তর্জাতিক বিভাগ: মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এক্সেলেন্স ন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে কুরআন এবং কুরআন স্টাডিজের আলোকে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘nceis.unimelb’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ সেমিনার কুরআনের তাফসিরের বিভিন্ন দিক নিয়ে ২০১৪ সালের প্রতি মাসে একবার করে অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে কুরআন গবেষণার ক্ষেত্রে নতুন শিক্ষার্থীদের প্রশিক্ষণ, পবিত্র কুরআন সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন এবং কুরআনিক গবেষকদের বিভিন্ন মতামত সহ কুরআন সম্পর্কে অন্যান্য বিষয়াদি থাকবে।
২০১৪ সালে উক্ত সেমিনারের মূল বিষয় ‘কুরআনের তাফসিরের সমসাময়িক সমস্যা’।
উক্ত মাসিক সেমিনারের প্রথম পর্ব ‘পবিত্র কুরআন শোনা ও বিস্ময়কর ভাবে পড়া এবং বধিরতা ও কুরআনের শব্দের’ আলোকে ১৯শে মার্চে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্ব ‘কুরআনের তাফসিরের প্রাথমিক অগ্রগতি’র আলোকে ১৫ই এপ্রিলে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য এ সেমিনার ২০১৪ সালের প্রতি মাসে অনুষ্ঠিত হবে।

captcha