IQNA

কেনিয়ায় পালিত হবে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী

12:18 - April 17, 2014
সংবাদ: 1396483
আন্তর্জাতিক বিভাগ: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে কেনিয়ার বিভিন্ন শহরে আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইনকা’র রিপোর্ট: কেনিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উক্ত উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও কেনিয়ার রাজধানীতে ‘মাহদি মুসলিম’ আঞ্জুমানের পক্ষ থেকে নাইরোবি রিবার পার্কে এবং ‘আল গাদির’ আঞ্জুমানের পক্ষ থেকে রিরুটা নামক অঞ্চলে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে লামু দ্বীপের নাকুরু শহরের ‘বেলাল মুসলিম’ আঞ্জুমান এবং মিহনুঘু শহরে ইমাম রেজা (আ.) মসজিদে আনন্দ মাহফিল অনুষ্ঠিত হবে।
খাজা নাইরোবির শিয়া মুসলমানেরাও নবী কন্যা হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ‘জাফারী ইসলামিক সেন্টারে’ বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করেছে।
1396196

captcha