IQNA

ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে সুইডেনে বিশেষ আয়োজন

23:47 - May 11, 2014
সংবাদ: 1405889
আন্তর্জাতিক বিভাগ: ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী এবং পিতা দিবস উপলক্ষে সুইডেনে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে ১২ই মে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইনকা’র রিপোর্ট: এ আড়ম্বর পূর্ণ অনুষ্ঠান আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের মিলনায়তনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।
উক্ত উৎসব অনুষ্ঠানে আহলে বাইয়েত (আ.)-এর শনে বক্তৃতা, কবিতা, গজল, প্রতিযোগিতা সহ রাত্রের খাবারের ব্যবস্থা করা হবে।
ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্ম উপলক্ষে উক্ত উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখবেন ফ্রান্সের হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন জাযারী।
1405735

captcha