ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডের মুসলমান অধিবাসীরা এদেশের বিভিন্ন মসজিদ এবং ইসলামী কেন্দ্রগুলোতে ঈদে মাবআ’স উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে।
এছাড়াও এদেশের রাজধানী ব্যাংককে বসবাসকারী ইরানী অধিবাসীরা ১৭ই জুন, স্থানীয় সময় রাত ২০:৩০ মিনিটে ঈদে মাবআ’স উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে।
থাইল্যান্ডের ধর্মীয় ওলামাগণ ঈদে মাবআ’স উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নৈতিক গুণাবলীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন এবং হযরত মোহাম্মাদের (সা.) শানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
1032153#