বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘মিশরে ইসলামি জাগরণ’ শীর্ষক প্রামান্য চলচ্চিত্রের ভিডিও ধারণের কাজ এগিয়ে চলেছে। ২৬ পর্বের এ প্রমাণ্য চলচ্চিত্রের ভিডিও ধারণের কাজ গত বছরের গ্রীস্মকাল হতে শুরু হয়েছে।
প্রামান্য এ চলচ্চিত্রটির লেখক এবং পরিচালক হচ্ছেন জনাব মুস্তাগাসী এবং প্রযোজনা করছেন জনাব রেজা জাফারী। এতে মিশরের বিপ্লবের বিভিন্ন ঘটনা পর্যালোচিত হবে।
উল্লেখ্য, আগামী ৩ অথবা ৪ মাসের মধ্যে এ প্রামান্য চলচ্চিত্র প্রচারের জন্য প্রস্তুত হবে।#1039693