IQNA

রুয়ান্ডায় ‘ইমামে যামানা (আ. ফা.) পরিচিতি’ সম্মেলন অনুষ্ঠিত

17:44 - June 30, 2012
সংবাদ: 2357587
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ‘ইমামে যামানা (আ. ফা.) পরিচিতি’ শীর্ষক সম্মেলন রুয়ান্ডার রাজধানী’র শিয়া অঞ্চল ‘নিয়ামীর আম্বু’তে অনুষ্ঠিত হচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন রাজধানী কিগালী’র ইমাম সাদেক (আ.) কেন্দ্রের উদ্যোগে ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮শে জুন হতে শুরু হয়েছে এবং আজ ১০ই জুন সমাপ্ত হবে।
এ সম্মেলন উল্লেখযোগ্য সংখ্যক শিয়া ব্যক্তিত্ব, আলেম ও চিন্তাবিদ এবং আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেইখ হুসাইন শাহীদ, শেইখ আহমাদ নাজী, শেইখ হাসান বাগারুকা ও শেইখ ইমরান আব্দুল হুসাইন ইমাম যামানা (আ.) এর সাথে রুয়ান্ডার জনগণকে পরিচিত করার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।# 1040560
captcha