বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুসলমানদের সাথে সম্পৃক্ত অধিদপ্তরের জনসংযোগ বিভাগ এ সম্পর্কে ঘোষণা করেছে যে, এ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও বিদেশী আলেম এবং ধর্মীয় ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। রাশিয়ার মুফতি পরিষদের বিশেষ প্রতিনিধি দলও গ্রান্ড মুফতি রাভিল আইনুদ্দীন ওভে’র নেতৃত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবনির্মিত এ মসজিদে রয়েছে একত্রে ১০ হাজার মুসল্লি নামায আদায়ের স্থান, কুরআন তেলাওয়াত মাহফিলের জন্য বিশেষ হলরুম। ৫টি স্ট্যাডি রুম ও গ্রন্থাগার। এ মসজিদটি কিরঘিজিস্তানের অন্যতম বৃহৎ মসজিদ।
উল্লেখ্য, হযরত সুলতান জামে মসজিদের নির্মাণকাজ গত বছর পূর্বে এদেশের প্রেসিডেন্ট ‘নূর সুলতান নাযারবায়োভে’র সহযোগিতায় শুরু হয়।#1040381