বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন পাকিস্তানের জাফারী শিয়া সংগঠনের উদ্যোগে শিয়া ও সুন্নি ওলামা এবং ব্যক্তিত্বদের উপস্থিতিতে মাগরিব ও এশার নামাযের পর শুরু হবে। এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ১১টা অবধি অব্যাহত থাকবে।
এ সম্মেলনে পাকিস্তানের শিয়া নেতা আল্লামা সাইয়্যেদ সাজেদ আলী নাকাভী ইসলামি জাগরণ ও ইমাম মাহদী (আ. ফা.) এর প্রতিক্ষায়রতদের কর্তব্যের বিষয়ে বক্তব্য রাখবেন।#1045431