IQNA

আয়াতুল্লাহ খামেনেয়ী’র সাথে সাক্ষাত করলেন ‘নারী ও ইসলামি জাগরণ’ সভার অতিথিরা

23:13 - July 11, 2012
সংবাদ: 2366579
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ‘নারী ও ইসলামি জাগরণ’ শীর্ষক প্রথম সভার অতিথিরা আজ সকালে ইমাম খোমেনী (রহ.) ইমামবাড়ীতে ইসলামি বিপ্লবের মহান নেতার সাথে সাক্ষাত করেছেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘নারী ও ইসলামি জাগরণ’ শীর্ষক প্রথম সভার অতিথিরা আজ বুধবার (১১ জুলাই) ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী’র সাথে সাক্ষাত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, তেহরানে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ৮৫টি দেশের ১ সহস্রাধিক নারী চিন্তাবিদ বর্তমানে তেহরান সফর করছেন।
ইসলামি বিপ্লবের নেতার বক্তৃতার পূর্বে ফিলিস্তিন, মিশর, তিউনিশিয়া, বাহরাইন, লেবানন, লিবিয়া, ইয়েমেন, আযারবাইজান ও ইরাকের প্রতিনিধিগণ মধ্যপ্রাচ্যের গণআন্দোলন ও ইসলামি জাগরণ সম্পর্কে নিজেদের মতামত বর্ণনা করেন।
উল্লেখ্য, ‘নারী ও ইসলামি জাগরণ’ শীর্ষক প্রথম সভা গতকাল প্রেসিডেন্ট মাহমুদ আহমাদী নেজাদের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।#1050178
captcha