IQNA

ড. সামির সুলাইমানের মৃত্যুতে মাজমায়ে তাকরিবের শোক প্রকাশ

4:45 - July 23, 2012
সংবাদ: 2375019
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইসলামি মাযহাবসমূহের একত্রিকরণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (মাজমায়ে তাকরিব) সাধারণ পরিষদের সদস্য ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. সামির সুলাইমানের মৃত্যুতে এ সংস্থা শোক প্রকাশ করেছে।
মাজমায়ে তাকরিবের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লেবাননের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মাজমায়ে তাকরিবের সাধারণ পরিষদের সদস্য ড. সামির সুলাইমান ১৯৪৪ সালে লেবাননে জন্মগ্রহণ করেন। তিনি প্যারিসে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করেন এবং ফ্রান্সের সোরবোন বিশ্ববিদ্যালয় হতে তিনি সোশ্যাল সায়েন্সের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
ড. সামির সুলাইমান ছিলেন Le Debat পত্রিকার প্রধানের দায়িত্বে ছিলেন। ফরাসী ভাষায় প্রকাশিত এ পত্রিকা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রকাশিত হত।
মাজমায়ে তাকরিব এ মুসলিম গবেষক ও চিন্তাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করে, ইসলামের সেবায় নিজের জীবন উত্সর্গকারী এ ব্যক্তিত্বের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।# 1058443
captcha