IQNA

ওয়াহাবী সন্ত্রাসীদের হাতে তাতারেস্তানের ধর্মীয় আলেমের শাহাদাত

4:47 - July 23, 2012
সংবাদ: 2375020
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : গণপ্রজাতন্ত্রী তাতারেস্তানের প্রধান মুফতির সহকারী, উগ্র ওয়াহাবী সংগঠনের সাথে জড়িত একটি দলের সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তাতারেস্তানের সহকারী গ্রান্ড মুফতি ওয়াহাবী সংগঠনের সাথে সম্পৃক্ত একটি দলের সন্ত্রাসীদের হাতে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টায় তার বাসভবনের পাশে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।
তার শাহাদাতের একঘন্টা পর অপর একটি সন্ত্রাসী চক্র এদেশের গ্রান্ড মুফতি ‘আল-দুয হাযরাত ফায়েজোভে’র গাড়ী বিস্ফোরিত করে, এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।
ধর্ম বিষয়ক বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন : গ্রান্ড মুফতির গাড়ী তাতারেস্তানের রাজধানী কাযানের একটি স্ট্রীটে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি চালায়।
তিনি বলেন গ্রান্ড মুফতির সহকারী তার বাসভবনের পাশে অপর এক হামলায় শহীদ হয়েছেন।
উল্লেখযোগ্য সংখ্যক তাতার আলেম বলেছেন : এ হামলার সাথে ওয়াহাবীদের জড়িত থাকার সম্ভাবনা অত্যন্ত বেশী। কেননা সম্প্রতি মরহুম ওয়ালি উল্লাহ হাযরাত ইয়াকুবোভ ওয়াহাবীদের বিরুদ্ধে ব্যাপক মোকাবেলা শুরু করেছিলেন এবং তিনি ছিলেন উগ্র ওয়াহাবীদের কঠোর বিরোধী।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাতারেস্তানের প্রেসিডেন্ট রুস্তাম মানি খানোভ পৃথক পৃথক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিশিষ্ট এ আলেমের পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি শোক ও সমবেদান জ্ঞাপন করেছেন। মরহুমের জানাযা গত শুক্রবার কাযান শহরে এদেশের আলেম-ওলামা, মুসলিম ব্যক্তিত্ব ও বিশাল জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।#1059205
captcha