বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিয়ানমার সরকার ও এদেশের বৌদ্ধদের হাতে মুসলমানদের গণহত্যার ঘটনা কয়েকমাস পার হয়ে গেলেও মানবাধিকারের দাবীদ্বার দেশ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ এ গণহত্যার বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখায়নি।
তেহরানের বাসিজ ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ পবিত্র রমজান মাসে, মুসলমানদেরকে গণহত্যার বিপরীতে আন্তর্জাতিক সমাজের রহস্যজনক নিরবতা ও মিয়ানমার সরকার কর্তৃক এদেশের মুসলিম নাগরিকদেরকে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে।
এ সমাবেশ আজ (২৯শে জুলাই) দুপুর ১২টায় তেহরানে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, গত সপ্তাহে ইরানি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল জাতিসংঘের কার্যালয়ের সম্মুখে উপস্থিত হয়ে, মিয়ানমারে মুসলমানদের উপর গণহত্যার ঘটনায় এ সংস্থার নিরবতা পালনের নিন্দা জানায়।#1064203