IQNA

নিউইয়র্কে ইসলাম বিরোধী তত্পরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

13:10 - September 12, 2012
সংবাদ: 2410197
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : গত রবিবার (৯ই সেপ্টেম্বর), ইসলাম বিরোধী তত্পরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিক্ষোভ করেছে মুসলমানরা।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সমাবেশে বিভিন্ন ধর্মের নেতারাসহ বিভিন্ন র্ধমের অনুসারীরাও অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় ইসলামভীতি বিরোধী বিভিন্ন শ্লোগান লিখিত প্লেকার্ড বহন করছিল, তারা ইসলামভীতি সৃষ্টিকারী সকল কর্মকাণ্ড বন্ধের দাবী জানায়।
এতে অংশগ্রহণকারীরা সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং পরস্পরের প্রতি গুজব রটানো বন্ধের প্রতি আহবান জানিয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্ক প্রদেশের ‘ওয়েস্টচেষ্টার কাউন্টি’ শহরের পাতাল ট্রেনে ইসলাম বিরোধী দল কর্তৃক বিভিন্ন ইসলাম বিরোধী শ্লোগান লেখার প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়।#1094889
captcha