IQNA

আনকারায় ইসলামি গবেষণা কেন্দ্রের উদ্বোধন

13:11 - September 12, 2012
সংবাদ: 2410206
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আনকারায় শিক্ষা, অর্থনীতি, সমাজ ও ইসলামি দেশসমূহের পরিসংখ্যান বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ গবেষণা কেন্দ্র গত ৮ই সেপ্টেম্বর শনিবার উপপ্রধান মন্ত্রী আলী বাবা জান এবং সম্প্রসারণ মন্ত্রী জাওয়াদ ইলমাযের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে।
আলী বাবা জান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : আমরা চাই যে, উত্পাদিত পন্য এবং ইসলামি দেশসমূহের পুঁজি ওআইসি’র সদস্য দেশসমূহের মাঝে লেনদেনের সম্প্রসারণ ঘটুক এবং সময়ের পরিবর্তনের সাথে আমাদের মাঝে বাধা সৃষ্টিকারী সীমান্ত শেষ যাবে।
তিনি বলেন : তুরস্কের বৈদেশিক বাণিজ্যের শতকরা ২৮ ভাগ ওআইসি’র সদস্য দেশগুলোর সাথে ঘটে এবং তুরস্ক তাদের বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে।
বলাবাহুল্য, ওআইসি’র সদস্য দেশগুলোতে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে তত্পর কেন্দ্রটি এ গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানাধীন।#1094664
captcha