ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ার ‘সুলাভাসি’ দ্বীপের ‘পালু’ শহরে ৩১ আগস্টে এদেশের ধর্ম মন্ত্রী তাঁর নিজের বক্তৃতায় জানিয়েছেন, শান্তিপূর্ণ জীবন এবং ধর্মীয় সহনশীলতার সমন্বয়ে ইন্দোনেশিয়া একটি ইসলামিক দেশ।
‘আলী সুরিয়াদারমা’ আরও জানান, এদেশে বিভিন্ন ধর্মের বিশেষ দিনগুলোতে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে আর এটা দেশে ধর্মীয় সহিষ্ণুতা প্রতীক।
1090379#