IQNA

ধর্মীয় সহিষ্ণুতা উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করলেন ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী

19:48 - September 12, 2012
সংবাদ: 2410291
সামাজিক বিভাগ: শান্তিপূর্ণ জীবন ও বিশ্বের বিভিন্ন ধর্মীর বিশ্বাসের প্রতি গুরুত্বারোপ করল ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী ‘আলী সুরিয়াদারমা’।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ার ‘সুলাভাসি’ দ্বীপের ‘পালু’ শহরে ৩১ আগস্টে এদেশের ধর্ম মন্ত্রী তাঁর নিজের বক্তৃতায় জানিয়েছেন, শান্তিপূর্ণ জীবন এবং ধর্মীয় সহনশীলতার সমন্বয়ে ইন্দোনেশিয়া একটি ইসলামিক দেশ।
‘আলী সুরিয়াদারমা’ আরও জানান, এদেশে বিভিন্ন ধর্মের বিশেষ দিনগুলোতে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে আর এটা দেশে ধর্মীয় সহিষ্ণুতা প্রতীক।
1090379#
captcha