IQNA

রাশিয়া; দুই লাখেরও অধিক মুসলমান আল্লাহর ঘর জিয়ারত করেছেন

21:23 - September 23, 2012
সংবাদ: 2418049
সামাজিক বিভাগ: রাশিয়ান হজ্ব ও জিয়ারত কমিটির রিপোর্ট অনুযায়ী বিগত ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ান দুই লাখের অধিক মুসলমান আল্লাহর পবিত্র কাবা ঘর জিয়ারত করেছেন।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অন্তর্বর্তী হজ্ব কমিটির প্রধান ‘আল ইয়াস খাওয়ান ওফ’ ২২শে সেপ্টেম্বর উক্ত কমিটির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষণা করেছে, ২০০২ সাল থেকে এপর্যন্ত উক্ত কমিটির সহযোগিতায় দুই লাখেরও অধিক জিয়ারতকারী পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ সহ অন্যান্য পবিত্র স্থানে জিয়ারতের জন্য গিয়েছেন।
তিনি আরও জানান, এই কমিটি সরকারের সহযোগিতায় সংগঠিত হয়েছে। বর্তমানে সরকারের সহযোগিতায় ‘দাগস্থান’, ‘তাতারস্থান’, ‘চাচান’ এবং ‘ইনগুসটিয়’র মুসলমানদের জিয়ারতের জন্য বিভিন্ন পবিত্র স্থানে পাঠাচ্ছেন।
1104865
captcha