তানা’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের সেন্ট্রাল ব্যাংক, ইসলামি ব্যাংকিং সিস্টেম বিষয়ক আইনের খসড়া প্রস্তুত করেছে এবং চূড়ান্ত সংশোধনী’র জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের নিকট হস্তান্তর করেছে। উক্ত বিভাগ প্রস্তাবিত এ আইনের বিষয়ে পর্যালোচনা ও চূড়ান্ত সংশোধনী’র পর এ বিল পাশ করার জন্য সংসদে উপস্থাপন করবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে ইরাকের সেন্ট্রাল ব্যাংক ঘোষণা করেছে যে, নতুন এ আইনের ভিত্তিতে ইসলামি ব্যাংকসমূহ ও বাণিজ্য ভিত্তিক সরকারী ব্যাংকগুলোর তত্পরতা চলবে।
বলাবাহুল্য, ইতিপূর্বে ইরাকের সেন্ট্রাল ব্যাংক, এদেশের ব্যাংকিং সম্প্রসারণের জন্য ইসলামি ব্যাংক চালু করার বিষয়ে সরকারের নিকট আবেদন জানিয়েছিল।#1110178