IQNA

পাকিস্তানে সহস্রাধিক মুসলিম অবমাননাকর চলচ্চিত্র নির্মাতার ফাঁসির আহবান জানিয়েছে

22:25 - October 03, 2012
সংবাদ: 2425546
রাজনৈতিক বিভাগ: করাচির সহস্রাধিক মুসলিম নাগরিক ১ম অক্টোবরে ‘এম. আই . জানাহ’ রোডে বিক্ষোভ মিছিলের মাধ্যমে হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাতার ফাঁসির আবেদন করেছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৫ হাজারেরও অধিক মুসলমান ১ম অক্টোবর দুপুরে ‘চলচ্চিত্র নির্মাতার ফাঁসি চাই’ এবং ‘আমরা হযরত মোহাম্মাদ (সা.)এর জন্য নিজের জীবন বিসর্জন করতে প্রস্তুত’ স্লোগানের মাধ্যমে বিক্ষোভ করেছে।
এই বিক্ষোভে করাচির প্রখ্যাত মুফতি ‘মুনিবুর রহমান’ নিজ বক্তৃতায় জানিয়েছেন, ইসলাম এবং হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণ করা একটি বড় অপরাধ। আমরা এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যু প্রত্যাশায় আছি।
এছাড়াও অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে এদেশের অন্যান্য শহরের মুসলমানেরা, ৩১শে সেপ্টেম্বর এবং ১ম অক্টোবরে বিক্ষোভ করেছে।
1111666
captcha