IQNA

অজারবাইজানে ‘ইসলামি সম্পর্ক এবং শিক্ষাদান কার্যক্রম’ নামক সম্মেলন অনুষ্ঠিত

1:54 - October 04, 2012
সংবাদ: 2425581
সামাজিক বিভাগ: অজারবাইজানের ‘ওঘুজ’ শহরে ২য় ও ৩য় অক্টোবরে ‘ইসলামি সম্পর্ক এবং শিক্ষাদান কার্যক্রম’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মধ্যে এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনের প্রথম দিনে প্রতিকুল অবস্থায় বাকু সরকারে কর্মক্ষমতা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় পর্যবেক্ষণ করা হয়েছে। এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য এদেশের ইসলামি কেন্দ্র সমূহের আরও বেশি চেষ্টা করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও ধর্মীয় কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ইসলাম প্রচারের ক্ষেত্র বিভিন্ন ইসলামিক সেন্টার এবং প্রতিষ্ঠান সমূহকে আরও বেশী কাজ করে হবে। যাতেকরে ইসলামী কানুন আমাদের সমাজে বাস্তবায়িত করা যায়।
1113028
captcha