কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হামাস নেতা ‘ইসমাইল রেজওয়ান’ ২য় অক্টোবরে একটি বিবৃতিতে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় ইসলামী জাগরণের জন্যই খুব শীঘ্রই জেরুজালেম স্বাধীন হবে। এবং এদেশের জনগণেরা মুক্ত ভাবে চলতে পারবে।
ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে ‘ইসমাইল রেজওয়ান’ হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের সকল মুসলিম দেশের নেতাগণ তাদের কার্যক্ষমতা দিয়ে ফিলিস্তিনের সকল সমস্যা সমাধানের জন্য প্রভাব বিস্তার করতে পারে।
1112907