IQNA

মসজিদুল আকসায় হামলার নিন্দা জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

23:17 - October 07, 2012
সংবাদ: 2427498
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মসজিদুল আকসার মুসল্লিদের উপর জায়নবাদীদের হামলা এবং এ মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র-পত্রিকা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমান পারাস্ত, জায়নবাদীদের কর্তৃক মসজিদুল আকসার অবমাননা এবং এ মসজিদে জুমআর নামায আদায়রত মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
জনাব মেহমান পারাস্ত, ওআইসি-সহ মধ্যপ্রাচ্যের সকল আন্তর্জাতিক সংস্থাকে জায়নবাদীদের এহেন হামলার বিপরীতে প্রতিক্রিয়া ব্যক্ত এবং পবিত্র কুদস শহরকে ইহুদি শহরে রূপান্তরিত করণের প্রকল্পের পথে বাধা সৃষ্টি করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রতি আহবান জানিয়েছেন।#1114751
captcha