IQNA

বসনিয়ায় সর্বপ্রথম পর্দানশীন মেয়র নির্বাচিত

23:07 - October 08, 2012
সংবাদ: 2428150
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আমরা বাবিচ, বসনিয়ার ভিসোকো শহরের সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছে। বসনিয়ার ইতিহাসে তিনি সর্বপ্রথম পর্দানশীন নারী হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জানা গেছে যে, বাবিচ ৫ সহস্রাধিক ভোট পেয়ে এ শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি একজন শহীদের স্ত্রী এবং বসনিয়ার যুদ্ধে নিহত ব্যক্তিগণ ও তাদের পরিবার বিষয়ক সংস্থার প্রধান। তিনি প্রথমবারের মত পর্দানশীন একজন মেয়র হিসেবে নির্বাচিত হলেন।
আমরা বাবিচ ভিসোকো শহরের নগর পরিষদের সদস্য এবং ‘যিনিতসা-দুবুইউ’ প্রদেশের একজন কর্মকর্তা। তিনি গত ৭ই অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছেন।#1115630
captcha