আফ্রিকা শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী সমবায়ের মহাসচিব ‘আকমাল উদ্দিন এহসান ওয়ু গুলু’ ৬ই অক্টোবরে সোমালিয়ার রাষ্ট্রপতি ‘হাসান শেখ মাহমুদে’র সাথে একান্ত সাক্ষাৎকারে সোমালিয়ার জন্য অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার কথা বলেছেন।
এই একান্ত সাক্ষাৎকারে এদেশের স্বাধীনতা এবং সাহায্যের বিভিন্ন উপায়ের কথা ব্যক্ত করে। এছাড়াও এদেশের রাষ্ট্রপতি বিগত বছরগুলোতে এদেশের যারা সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
1116449