IQNA

কাতারে, মায়ানমারের মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ

20:14 - October 10, 2012
সংবাদ: 2429574
রাজনৈতিক বিভাগ: কাতারের রাজধানী দোহায় ইসলামী দেশ সমূহের মধ্য থেকে ৫০টি বেসরকারি সংস্থা, বৈঠকে মাধ্যমে মায়েনমারের মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মায়েনমারের মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের অলোকে দ্বিতীয়তম বৈঠক ৭ম আগস্টে, ইসলামী সমবায় সংস্থা এবং কাতার দাতব্য সংস্থা পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ইসলামী দেশসমুহের বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ ছাড়াও জাতিসংঘের প্রতিনিধিবর্গরাও উপস্থিত ছিল। মায়েনমারের রোহিঙ্গা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার সমাধানের আলোকে আলোচনা করা হয়েছে।
উক্ত বৈঠকে ইসলামী আঞ্জুমানগুলো, প্রতিকুল পরিস্থিতি সমাধানের জন্য দুই কোটি পঞ্চাশ লাখ ডলার অনুদান করেছে। যারমধ্যে এক কোটি ডলার তুর্কির মানবিক সাহায্য ফাউন্ডেশন অনুদান করেছে।
মায়েনমারের অবস্থা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য এই প্রতিনিধিবর্গের মধ্যে থেকে একটি দল এদেশে ভ্রমণ করবে। এবং মায়েনমারের মুসলমানদের সাহায্য করার জন্য একটি টিম তৈরই করা হবে।
উল্লেখ্য যে, এই বিষয়য়ে প্রথম বৈঠকটি ৬ই জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
1116576
captcha