কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মদিনাতুল এলেম’ অঞ্জুমানের পরিচালক বলেছেন, এই সম্মেলন ১২ই অক্টোবর স্থানীয় সময় ২০টা থেকে ২২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৬ই অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, এই সম্মেলনে ইসলামী ওলামা, চিন্তাবিদ এবং বিশেষজ্ঞ মণ্ডলী যেমন-কামার আব্বাসী, ইয়াবার হোসাইন, সাইয়্যেদ হাসান মুত্তাকী-তাঁরা ইসলাম ধর্মের জায়গা এবং ভিত্তির আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
1116266