ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চেচেনে’র পণ্ডিত, বুদ্ধিজীবী, ধর্মীয় ব্যক্তিত্বমন্ডলী, সরকার এবং নাগরিক বিশেষকরে যুবক সম্প্রদায় ১২ই অক্টোবর শুক্রবারে এদেশের রাজধানী ‘ঘুরুজানী’র যুব প্রাসাদের সম্মুখে সমাবেশের মাধ্যমে হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র এবং ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশের কারণে কঠোর নিন্দা প্রকাশ করেছে।
এই সমাবেশ চেচেন ধর্মীয় সংস্থার পক্ষ থেকে যুব মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সংস্থার সহকারী পরিচালক বলেছেন, বিশ্ব মুসলিম বাসীদের একত্রিত হয়ে এই নিন্দাজনক কর্মের প্রতিবাদ করতে হবে।
1118972