বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘ঈমান ভিত্তিক জীবন-যাপন পদ্ধতি’ শীর্ষক কর্মশালা ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে কুরআন বিষয়ে সক্রিয় সংস্থার উদ্যোগে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনা) কার্যালয়ে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এ কর্মশালা আজ তেহরান সময় সকাল ৯:১৫ হতে শুরু হয়ে ১০:৩০ মিনিট অবধি অব্যাহত থাকবে।
অংশগ্রহণে ইচ্ছুকগণ প্রতি সপ্তাহের এ দিনে ইকনা কার্যালয়ে উপস্থিত হয়ে এতে অংশগ্রহণ করতে পারবেন। ঠিকানা ইনকিলাব স্ট্রীট, কুদস স্ট্রীট, বোযোর্গমেহর স্ট্রীট, বাড়ী নং ৮৫।#1119953