IQNA

রুয়ান্ডা’য় কোরবানি ঈদের নামাজের প্রস্তুতি

21:49 - October 16, 2012
সংবাদ: 2432937
সামাজিক বিভাগ: রুয়ান্ডা’র রাজধানী কিগারির ‘ইমাম আলী (আ.)’ মসজিদে ২৬শে অক্টোবরে পবিত্র কোরবানি ঈদের নামাজের প্রস্তুতি চলছে। কিগারি শহরে মুসলমান এবং শিয়া অধিবাসী দিক থেকে দ্বিতীয়তম অঞ্চলে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরবানি ঈদের নামাজ ‘ইমাম আলী (আ.)’ মসজিদের ইমাম ‘শেখ হাসান বাঘারুকা’র নেতৃত্বে স্থানীয় সময় সকাল ৭:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও রুয়ান্ডা’র অন্যান্য শহরে এদেশের মুসলমানেরা বিশেষক করে শিয়ারা ঈদের নামাজ এবং ঈদ উৎসবের প্রস্তুতি গ্রহণ করছে।
1120917
captcha