IQNA

রুয়ান্ডা’য় ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উদযাপন

23:04 - October 17, 2012
সংবাদ: 2433679
সামাজিক বিভাগ: রুয়ান্ডার রাজধানী ‘কিগালি’র ইমাম আলী (আ.) মসজিদে ইমাম মোহাম্মাদ তাকি (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন হয়েছে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান ১৬ই অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান এদেশের বিশিষ্ট ওলামা, ইসলামিক চিন্তাবিদ এবং শিয়া অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই শোকানুষ্ঠান শুরু হয়েছে। এদেশের বিশিষ্ট ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ ‘শেখ ইমরান আব্দুল হাসান’ তার নিজের বক্তৃতায় ইমাম জাওয়াদ (আ.)এর বরকতময় জীবনী, উপস্থিত শ্রোতামণ্ডলীর জন্য উপস্থাপন করেন।
1120910
captcha