বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : চলতি বছর হজ্ব মৌসুমে কঙ্গোর ৭৪ জন হজ্ব যাত্রী –এ সংখ্যার অর্ধেক লোক প্রাণ হারিয়েছেন- এবং উগান্ডার ১৭ জন হজ্ব যাত্রী সংক্রামক এ রোগে আক্রান্ত হয়। এরই ভিত্তিতে সৌদি আরব এ দু’টি দেশের হজ্ব যাত্রীদের হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কঙ্গো মুসলিম সোসাইটির প্রধান আব্দুল্লাহ মাঙ্গালা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে উগান্ডার সাধারণ পরিষেবা মন্ত্রণালয়ের মুখপাত্র জোনাস টুমওয়াইনও এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন।# 1122860