বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জর্জিয়া মুসলিম প্রশাসন বিভাগ জানিয়েছে যে, এদেশের হাজ্বীরা তাদের হজ্বব্রত পালনে ২২ দিন সৌদি আরবে অবস্থান করবেন।
উল্লেখ্য, এদেশের সর্বমোট ৩২ জন হাজ্বী হজ্বব্রত পালনের উদ্দেশ্যে গত শুক্রবার ১৯শে অক্টোবর ওহী’র ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন, জর্জিয়ার গ্রান্ড মুফতি তাদেরকে বিদায় জানাতে উপস্থিত হন।#1122663