IQNA

পাকিস্তানে মুসলিম ইবনে আকিলের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান

13:40 - October 26, 2012
সংবাদ: 2437882
সামাজিক বিভাগ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ফাতেমা আঞ্জুমানের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করার পর হাদিসে কিসা পাঠ করা হয়। পরবর্তীতে মুসলিম ইবনে আকিল, ইমাম হোসাইন ও তাঁর সাথীদের শানে মর্সিয়া পাঠ করেন।
এছাড়াও এই শোকানুষ্ঠানে এদেশের প্রখ্যাত ইসলামী বিশেষজ্ঞ ‘জাকিয়া নাজাফি’ আরাফাত দিবস, নৈতিক গুণাবলী এবং হযরত মুসলিম ইবনে আকিলের জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এই শোকানুষ্ঠান ২৪শে অক্টোবর বৃহস্পতিবারে স্থানীয় সময় দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোকানুষ্ঠান ইসলামী চিন্তাবিদ, ওলামা এবং ইসলামাবাদের নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1126220
captcha