বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সভা গত ২৪শে অক্টোবর স্থানীয় সময় রাত ৯টায় মাগরিব ও এশার নামাযান্তে আঞ্জুমান-এ আহলে বাইত (আ.) এর পরিচালকগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান-এ আহলে বাইত (আ.) –এর সাধারণ সম্পাদক এ বিষয়ে জানিয়েছেন : হযরত ইমাম হুসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র মহররম মাসে শোক মজলিশের আয়োজন বিশেষতঃ আশুরার শোক মজলিশ ব্যাপকভাবে আয়োজনের উদ্দেশ্য এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন : এ শোক অনুষ্ঠান তুরস্কের শিয়াদের পক্ষ হতে প্রতিবছর ইস্তাম্বুলের আশুরা স্কয়ারে অনুষ্ঠিত হয়। এ সকল পরিষদ এ অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে।#1125217