IQNA

আজ ঈদুল আজহা, পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা

12:29 - October 27, 2012
সংবাদ: 2438338
২৬ অক্টোবর (রেডিও তেহরান) : ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। প্রতিবারের মতো এবারো বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। তবে রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।.
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত হচ্ছে।
ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে পশু কোরবানি। এবার রাজধানীতে গরু সরবরাহ ভাল থাকায় দুদিন আগেই দাম পড়ে যায়। কাঙ্ক্ষিত লাভ না পেয়ে অসন্তুষ্ট মনে বাড়ি ফিরতে হয়েছে গরু ব্যবসায়ীদের অনেককেই।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধিও কামনা করেন।
এর আগে গতকাল (শুক্রবার) ইরান ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপিত হয়।
সারাবিশ্বের মুসলমানের কাছে ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। এদিন মুসলমানরা জামাতে নামাজ আদায় করেন এবং সাধ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কিনে কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। প্রায় ৫,০০০ বছর আগে এ দিনে মহান আল্লাহর নির্দেশে তার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নবী হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয়তম সন্তান হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আত্মত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে আল্লাহর ইশারায় একটি দুম্বা কোরবানির মাধ্যমে সে নির্দেশ বাস্তবায়িত হয়।
তখন থেকেই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের নিদর্শন হিসেবে প্রতি বছর গৃহপালিত পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের প্রতীকী পরীক্ষা দেয়ার বিধান চালু হয়। পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এই কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য বাধ্যতামূলক (ওয়াজিব) করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব শ্রোতা, পাঠক ও শুভানুধ্যায়ীর প্রতি রেডিও তেহরান পরিবারের পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন- ঈদ মোবারক।#
রেডিও তেহরান/এমআই/২৭
captcha