মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত মেয়মানেহ এবং ফারিয়াব শহরে কোরবানি ঈদের দিনে এক আত্মঘাতী হামলায় ৪০ জনের অধিক নিহত এবং ৫০ জনের অধিক আহত হয়েছে।
এ সম্পর্কে পুলিশ জানিয়েছে, কোরবানি ঈদের নামাজের জন্য জনগণ সমবেত হওয়ার পর এই এই আত্মঘাতী হামলা ঘটে। ঘটনাস্থলে ফারিয়াব শহরের গভর্নর এবং রাষ্ট্রীয় নিরাপত্তা গভর্নর উপস্থিত ছিল কিন্তু তাদের কোন ক্ষতি হয়নি।
এই ঘটনার কারণে আফগান জনতার ঈদ উৎসব শোকে পরিণত হয়েছে। আফগান জাতি কখনই সন্ত্রাসীদের কখনই ক্ষমা করবেনা।
1126601